ছোটগল্প


ছোটগল্প -১ 


আশ্চর্য জানলা এক, হরিণের মতো ছটফটে।
তার কোলে কফিকাপে মেয়েটির ছায়া থিতিয়ে পড়েছে। 
ধীরগামী গাড়ি চড়ে কিছু লোক পার হল এমনই গোধূলি।
ছবিতে কী যেন নেই, এই ভেবে শিল্পীর তুলি
                                            খানিক থমকেছিল।

ক্যানভাস, পুরোনো ইজেল।
রঙের টিউব কিছু আশেপাশে রয়েছে ছড়ানো।
চারকোল, লিনসীড তেল।
মেয়েটির মুখোমুখি শিল্পী দাঁড়ায় সেই
                                 ছটফটে জানলার পাশে।

কফিকাপে দুজনের ছায়া। শহরে সন্ধে নেমে আসে।


ছোটগল্প ২


সে শোনে গাছের কান্না, পাথরের তামাম উইল।

লিপিবদ্ধ করে রাখে সব। আকাঁড়া আদর, ঘাম,
বিকেলের কিছু গরমিল
আর যা যা চোখে পড়েছিল দীর্ঘ যাত্রাপথে।

এখন সে খাতা বন্ধ করে বসে আছে খাদের কিনারে। 
হাওয়ার দাপটে এলোমেলো হয়ে আছে চুল। 
জমকালো রাত্রিটি মুঠোমুঠো তারা দিয়ে বোনা।
আজকে চাঁদের ছুটি। কাছেই সমুদ্র আছে?
বাতাস ঈষৎ যেন নোনা।
খাতাটি রেখেছে পাশে। এখনও শেষের পাতা খালি।

অন্য কেউ ভরে দেবে শেষের খবরটুকু তাতে।
ভ্রমণের সাবেক পাঁচালি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরস্ত্রীকে

বড় একা একা ছুঁয়ে আছে

সমস্ত লেখা হলে