স্কটিশবালকদের সাথে


এ সময়ে কথা বলে লোকে।
জানলায় চোখ রেখে, পর্দার ফাঁক গলে উত্তুরে হাওয়া
সন্ধের হাত ধরে চুপিচুপি ঘরে এসে ঢোকে।
ঘেঁষাঘেঁষি বসে থাকে
চীনেমাটি, চায়ের পেয়ালা।
ঘড়িতে সময় বাজে, রোমহর্ষক কথামালা
কুয়াশায় মিশে যায় ফুলদানি, রাশভারী কেতাবের তাক

এ সময়ে শীত নেমে আসে।
আচমকা ঘষা লেগে জ্বলে ওঠে যাদুই চিরাগ,
অবগুন্ঠন খসে বেলোয়াড়ি রং লাগে
শাদাকালো লেখা ইতিহাসে। যা হলে ভালোই হত
সেই সব মায়াবী আতরে
স্কুলদিন, কলেজবছর, ফুলকির ডানা মেলে ওড়ে।
ছড়িয়ে ছিটিয়ে যায় অঙ্গার, ছাইমাখা আলো

উপসংহার ভেসে ওঠে - ওরা আজ আগুন পোহালো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরস্ত্রীকে

বড় একা একা ছুঁয়ে আছে

সমস্ত লেখা হলে