অনুবাদে


অনুবাদে নিভেছে জোনাকি

তাকে আমি কখনও বা আলো বলে ডাকি
কখনও আঁধার বলি, আর বলি, স্থির হতে শেখো
শিখে নাও পাথরের গুণাগুণ, শান্ত, শীতল হও
দেখো, শ্যাওলা কেমন ঘিরে ধরবে তোমাকে ধীরে ধীরে
আর তুমি, সে জানতে চায়, আমিও তো একদিন
ফিরে আসবোই রোজকার মাধুকরী ছেড়ে,
    আমারও বয়স বেড়ে
আগাছায় মিশে যাবে যতটা সবুজ আছে
পলি পড়ে বুজে যাবে নদীখাত
দ্যাখো এই বাড়িয়েছি হাত
আমাকে গোপন করে রাখো

সে বলেছে, যাবে কেন? থাকো

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরস্ত্রীকে

বড় একা একা ছুঁয়ে আছে

সমস্ত লেখা হলে